odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 5th December 2025, ৫th December ২০২৫

ফেসবুক-টুইটার বন্ধ, এসএসসি পরীক্ষা চলাকালীন- শিক্ষামন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৩ January ২০১৮ ২৩:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৩ January ২০১৮ ২৩:৪৩

আমাদের অধিকারপত্র ডটকম: আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলাকালীন সময় ফেসবুক টুইটারসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের কথা জানান।  

মন্ত্রী বলেন, অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০টা  এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে শুরু হবে। পরীক্ষা চলাকালে সময়টুকুর জন্যই বন্ধ থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। 

দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকে  পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বলেও সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।


প্রযুক্তিগত যে সুযোগগুলোর সুবিধা তারা (প্রশ্ন ফাঁসকারী) নেয় সেগুলো যাতে বন্ধ করা যায়। তার সব ব্যবস্থাই করবে বিটিআরসি বলে জানা যায়।   

 



আপনার মূল্যবান মতামত দিন: