-2018-01-25-00-37-48.jpg)
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি) : বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় “লালমনিরহাটে মোতাহারের সাম্রাজ্য” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার প্রতিবাদে লালমনিরহাট জেলার প্রাটগ্রাম উপজেলায় সংবাদ
সম্মেলন করেছে আওয়ামীলগ।
বুধবার দুপুরে পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগ কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম নাজু।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, যুগ্ম সাধারন সম্পাদক আঃ ওহাব প্রধান, আবু তালেব, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাজেদা আক্তার ও পৌর সেচ্ছা সেবকলীগের আহবায়ক শাফিউল ইসলাম সবুজ প্রমূখ।
লিখিত বক্তব্যে বলা হয়, মোতাহার হোসেন এমপি ও তার পরিবারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মনগড়া । তা প্রত্যাহার করতে হবে। তা না হলে পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোতাহার হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও লালমনিরহাট- ১(হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের এমপি। এছাড়াও মোতাহার লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি।
তিনি উপজেলার বড়খাতা ইউনিয়নের বাসিন্দা।
আপনার মূল্যবান মতামত দিন: