ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিলবোর্ডে ছবি দিলে নেতা হওয়া যায় না - ওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৮ ২১:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৮ ২১:১১

হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি) : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিলবোর্ডে ছবি দিলে নেতা হওয়া যায় না।

জনগনকে খুশি করেন। যার আচরনে জনগন খুশি হবে, তিনিই নেতা হবেন।
দলের ত্যাগী নেতাদের মুল্যায়ন করবেন। কোন অতিথি পাখী যেন কমিটিতে জায়গা না পায়, সে ব্যাপারে সর্তক থাকবেন।

আগামি নির্বাচনের জন্য প্রস্তুত হন। যারা ক্ষমতার অপব্যবহার করছে, জমি দখল করেছেন তারা আগামি নিবার্চনে মনোনয়ন পাবেন না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নেতাদের কর্মকান্ডের প্রতিবেদন জমা আছে।


বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা পারিষদ অডিটরিয়াম মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি এখন নালিস পার্টিতে পরিণত হয়েছে। তারা শুধু ঘরে বসে আন্দোলনের নামে প্রেসব্রিফিং করেন। মরা গাংঙ্গে যেমন জোয়ার আসেনা, তেমনি বিএনপির আন্দোলনও আসেনা। খালেদা আন্দোলনের ডাক দেন আর আন্দোলনকে ভ্যানিটি ব্যাগে করে লন্ডনে নিয়ে যান। কারন তারা জানে জনগন তাদের সাথে নেই। হাওয়া ভবনের লুটপাটের কথা বাংলার মানুষ ভুলে নেই। তাদের সময় দেশ রক্ত গঙ্গায় ভেসেছে। দেশের মানুষ জানে তারা(বিএনপি) ক্ষমতায় এলে আবারো দেশ রক্তগঙ্গায় পরিনত হবে। খালেদার দুর্নীতির মামলা ফকরুদ্দিন-মঈনুদ্দিনের আমলে হয়েছে। আমরা করেনি।


তিনি আরও বলেন, নদীর পানি শুকিয়ে গেছে। তিস্তার পানির ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন। আশা করছি দ্রত তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে। উত্তরবঙ্গের মঙ্গাকে জাদুঘরে পাঠানো হয়েছে। এই কাজটি জাতীয়পার্টি, বিএনপি কেউ করেনি। করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জেলা আয়ামীলীগের সভাপতি ও লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি।


এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলাল, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী।



আপনার মূল্যবান মতামত দিন: