
হাসান মাহমুদ (লালমনিরহাট প্রতিনিধি) : লালমনিরহাটের হাতীবান্ধায় প্রথম নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজ নামে একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।
শনিবার বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি উক্ত স্কুলের উদ্বোধন ঘোষনা করেন।
নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েশ হিরুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম, আলিমুদ্দিন কলেজ অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান ভেলু, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব নুরুজ্জামান, শাহগরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবিবর রহমান।
আপনার মূল্যবান মতামত দিন: