
আমাদের অধিকারপত্র ডটকমঃ আদালতকে হুমকি দিচ্ছে বিএনপি | বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে ঘিরে দলটি এমন করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী আরও বলেন, রায় নিজেদের পক্ষে আনতে আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছে বিএনপি।
আজ শনিবার (২৭ জানুয়ারী) দুপুরে হেমায়েতপুরে ২৫৫ কোটি টাকা ব্যয়ে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সম্প্রসারণ প্রকল্পের উদ্ধোধনকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, রায় কি হবে তা তারা জেনে গেছেন। বিএনপি নেতারা রায়কে ঘিরে যেভাবে আগাম মন্তব্য করছেন, হুংকার দিচ্ছেন তাতে এমনটিই মনে হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এই মন্তব্য খালেদার বিরুদ্ধে ‘নেতিবাচক’ কোনো রায় হলে তার পরিণতি ‘ভয়াবহ’; রায়ের এই মন্তব্য এর প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, এভাবে হুমকি ধামকি দিয়ে কোন লাভ নেই। এই হুমকি সরাসরি আদালতের বিরুদ্ধে। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে যে, বিএনপির হাতে দেশ যেমন নিরাপদ নয়, তেমনি দেশের গণতন্ত্র, আইনের শাসন এমনকি স্বাধীন বিচার ব্যবস্থাও নিরাপদ নয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ আওয়ামী লীগের অন্যান্য কর্মকর্তারা।
আপনার মূল্যবান মতামত দিন: