ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নির্বাচন অনুষ্ঠিত হবে ‘সংবিধান অনুযায়ীই”-শাহজাহান কামাল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৮ ২৩:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০১৮ ২৩:১১

আমাদের অধিকারপত্র ডটকমঃ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ।

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আজ শনিবার এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন, ষড়যন্ত্রে এখন আর কাজ হবে না।বিএনপি নেত্রী খালেদা জিয়া তার স্বামীর  মতোই অন্যপথে ক্ষমতায় আসতে চান, নির্বাচনে বিশ্বাস করেন না  তিনি ।

এর আগে বিএনপি ২০১৪ সালে সংসদ নির্বাচনে অংশগ্রহণ  করেন  নাই আন্দোলনের নামে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল। 

মন্ত্রী এর আগে  ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের আইসিটি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: