প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইল চেয়ার ও ট্রাই-সাইকেল বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আশাদুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানজিনা শারমিন দৃষ্টি, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পরামর্শক ফিজিওথেরাপি ডা. মো. আব্দুল হাই প্রমুখ।
অনুষ্ঠানে ২৩ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ১৩ জনকে হুইল চেয়ার এবং ১০ জনকে ট্রাই-সাইকেল প্রদান করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: