ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান্নোয়নের সুপারিশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯ ১২:৪২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ অক্টোবর ২০১৯ ১২:৪২

 

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান বৃদ্ধি ও যুগোপযোগী করার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাগুফতা ইয়াসমিন, বদরূদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, আঃ কাঃ মঃ সরওয়ার জাহান, কাজী কানিজ সুলতানা ও আরমা দত্ত সভায় অংশগ্রহণ করেন ।
সভায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সার্বিক কার্যক্রম এবং দৃষ্টি প্রতিবন্ধীদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় ।
সভায় সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি আলোচনা করা হয়। পরবর্তী বৈঠকে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ রির্পোট উপস্থাপনের সুপারিশ করা হয়।
সভায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন



আপনার মূল্যবান মতামত দিন: