অধিকারপত্র ডটকম, ডিসেম্বর ২৩।
সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতা তুলে ধরতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘স্পার্ক অফ ট্যালেন্ট ২০২৫’। ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় ইগনাইট স্কুলের সুবিধাবঞ্চিত শিশুরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিরেক্টর প্রফেসর ড. শাহরুখ আদনান খান, দারাজ বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো, ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার ফজলে মুনিম সৈকত এবং টেকোগনাইজ সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান খান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতৃভূমি গ্রুপের পরিচালক ও ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, অপারেশন ডিরেক্টর ইশরাত জাহান, একাডেমিক ও আউটরিচ কো-অর্ডিনেটর ইমদাদুল হক (প্রেসিডেন্সি ইউনিভার্সিটি)সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ।
🔬 বিজ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনের মিলনমেলা
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বিজ্ঞানের অভিনব ধারণাভিত্তিক বিভিন্ন প্রকল্প তৈরি ও প্রদর্শন করে। পাশাপাশি ইগনাইট স্কুলের শিশুরা আটটিরও বেশি ক্যাটাগরিতে তাদের মেধা ও প্রতিভা তুলে ধরার সুযোগ পায়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানটির গিফট স্পন্সর হিসেবে সহযোগিতা করে দারাজ বাংলাদেশ লিমিটেড।
বিজয়ীদের পুরস্কৃতকরণ
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ বিজয়ী শিশুদের মাঝে সার্টিফিকেট, মেডেল ও উপহার সামগ্রী বিতরণ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন সুবিধাবঞ্চিত শিশুদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের মূলধারার শিক্ষায় যুক্ত হতে অনুপ্রাণিত করবে।
এ আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয়েছে—সুযোগ পেলে সুবিধাবঞ্চিত শিশুরাও তাদের প্রতিভা ও সৃজনশীলতায় সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
সুবিধাবঞ্চিত শিশু ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন Presidency University শিশুদের প্রতিভা শিক্ষা Odhikarpatra

আপনার মূল্যবান মতামত দিন: