ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

মানবেতর জীবনযাপন করছেন প্রতিবন্ধি দরবেশ, নজরের বাইরে অসহায় এক জীবন,

odhikarpatra | প্রকাশিত: ২ June ২০২৫ ২২:৩৪

odhikarpatra
প্রকাশিত: ২ June ২০২৫ ২২:৩৪

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের মৃত্যু আঃকাদের প্যাদার ছেলে প্রতিবন্ধি দরবেশ প্যাদা চর সুহরী গ্রামের ১নং ওয়ার্ডের এক ব্যক্তি চরম মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন তিনি। নেই স্থায়ী বাসস্থান, নেই নিয়মিত খাদ্য কিংবা চিকিৎসার সুযোগ। যেন সমাজের চোখে একেবারেই অদৃশ্য এক জীবন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দরবেশ প্যাদা( ৬০) কোনো পেশায় স্থায়ীভাবে যুক্ত নন। অসুস্ততার ভারে নুয়ে পড়া এই মানুষটির নেই সহায়-সম্বল কিংবা নিম্নো আয়ের মানুষ কোন পথ না পেয়ে তিনি ব্যেকুল হয়ে পরছে।শুধু প্রতিবন্ধি সরকারি সহায়তা পাচ্ছেন এ ছাড়া আর কোন কিছুই পাচ্ছেনা বলে অভিযোগ করেছেন প্রতিবেশীরা।

গোলখালী ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, দরবেশ বহু বছর ধরেই অসহায় ভাবে দিন কাটাচ্ছেন। বহুবার স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও আজ পর্যন্ত তার জন্য কার্যকর কোনো সহায়তা পাওয়া যায়নি।

এদিকে এলাকাবাসী দরবেশের প্যাদার মানবিক সংকটের দ্রুত সমাধানে স্থানীয় প্রশাসন ও সমাজসেবী সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন। দরবেশের মতো মানুষের পাশে দাঁড়ানো দাবি জানিয়েছেন এলাকাবাসী,

এ বিষয় প্রতিবন্ধি দরবেশ প্যাদার কাছে যানতে চাইলে তিনি কাদু কাদু ভাষায় বলেন আমি জন্মের পর থেকেই শরীরী প্রতিবন্ধি আমি কোন কাজ কর্ম করতে পারি না আমি কি করে আমার সংসার চালাবো জানি না, প্রতিবেশীর সাহায্যে বেচে আছি, তাদের জন্য আমি দোয়া করি,

এবিষয়ে দরবেশ প্যাদা স্ত্রী
মোসাঃ ফাতিমা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার স্বামী একজন শারীরিক প্রতিবন্ধী আমার বিবাহের বয়েস বিশ বছরে আমি এক সন্তানের জননী আমার স্বামী অনেক কস্ট করে আমার মেয়েকে এসএসসি পাস করে তাকে বিবাহ দিয়েছি এখন আমরা অসহায় আমি মানুষের কাজ করে দু মোট ভাত খাবতো দুরের কথা আমার স্বামীর ঔষধের টাকা মিলাতে হয় তাই সরকারের কাছে দেশওদশে কাছে একটি আকুতি জানাই।

মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার, পটুয়াখালী



আপনার মূল্যবান মতামত দিন: