
হিন্দুস্তান টাইমস জানায়, ভারত ও যুক্তরাজ্য সরকারের যৌথভাবে আয়োজিত ‘ভারতের স্বাধীনতার ৭০ বছর’ অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন ‘ফিল্ম অফ ইন্ডিয়া’তে দেখানো হবে এ সিনেমাটি। মুক্তির আগেই বহুল আলোচিত এ ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর এমন রাজকীয় প্রিমিয়ারে বেশ উচ্ছ্বসিত ছবির কলাকুশলীরা।
রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ হতে ব্রিটিশ রাজপ্রাসাদে আয়োজিত এ উৎসবে আরও উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। এছাড়াও অভিনেতা কামাল হাসান, সুরেশ গোপি, ক্রিকেট তারকা কপিল দেব, ফ্যাশন ডিজাইনার মনিশ অরোরা ও মনিশ মালহোত্রা সহ নামী-দামী ভারতীয় তারকারা।
২৭ এপ্রিল ভারতে মুক্তির একদিন আগেই যুক্তরাজ্যে দেখানো হবে এ সিনেমাটি।
আপনার মূল্যবান মতামত দিন: