ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সিলেট থেকেই নির্বাচনী প্রচারনা শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৮ ১৭:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৮ ১৭:৩৭

সিলেট অফিসঃ  সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে  নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । 

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী সিলেটে  পৌঁছে, হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরাণ (রহ.) ও হজরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন।

সোয়া ১১টার দিকে  হজরত শাহজালালের (রহ.) মাজারে গিয়ে মাজার জিয়ারত, ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। পৌনে ১২টার দিকে হজরত শাহপরাণের (রহ.) পৌঁছে মাজার জিয়ারত, ফাতিহা পাঠ ও মোনাজাত করেন তিনি।

সব শেষে  হজরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজারে যান প্রধানমন্ত্রী। মাজারে থেকে ফিরে সিলেট সার্কিট হাউসে পৌঁছান দুপুরের খাবার, জোহরের নামাজ ও বিশ্রামের জন্য।   

সিলেট সফরে প্রধানমন্ত্রী সঙ্গে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, তৌফিক-ই-ইলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, সংসদ সদস্য শেখ হেলাল, সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীগণ।



আপনার মূল্যবান মতামত দিন: