ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

চট্টগ্রামে জুস কারখানায় আগুন, ৬০ লাখ টাকার ক্ষতি

odhikarpatra | প্রকাশিত: ৩০ October ২০২৪ ১৯:২০

odhikarpatra
প্রকাশিত: ৩০ October ২০২৪ ১৯:২০

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় সজিব জুস ফ্যাক্টরি নামে একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটির খাদ্য পণ্য ও প্যাকেট পুড়ে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আজ বুধবার ভোররাত সাড়ে ৪টার পরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা কফিল উদ্দিন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সেলিম জানান, ভোররাত সাড়ে চারটার পরে লোহার কাঠামোর ওপর গড়ে তোলা কারখানাটিতে আগুন লাগে। এ সময় কারখানার পাশে একটি আবাসিক ভবনের কয়েকটি পরিবার আটকা পড়েন। আতঙ্কে তারা চিৎকার ও কান্নাকাটি করতে থাকলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের নিরাপদে বের করে আনেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা কফিল উদ্দিন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। টানা চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাদের খাদ্য পণ্য ও প্যাকেট পুড়ে আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রায় ২ কোটি টাকার যন্ত্রপাতি ও পণ্য আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।



আপনার মূল্যবান মতামত দিন: