
আমাদের অধিকারপত্র ডটকমঃ গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে বিএনপি নেতারা বর্ষাকালে ব্যাঙের ডাকের মতো তর্জন-গর্জন করছে।
রাজনীতিতে বর্ষাকাল চলছে বিএনপির।বর্ষাকাল জায়গা না পেলে ব্যাঙ যেমন ডাকা ডাকি করে,দলটির নেতারা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে তেমনটিই শুরু করেছে।
আগামী ৮ ফেব্রুয়ারি আদালত এই মামলার রায়ের ঘোষণা দেওয়ার কথা বলার পরেই শুরু হয়েছে বিএনপির মাঠেঘাটে ও টিভির পর্দায় হুমকি দেওয়া। খালেদা জিয়ার শাস্তি হলে দেশে আগুন জ্বলবে বলে তর্জন-গর্জন শুরু করেছে বিএনপি।
চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার ও অরুন সরকার রানাসহ আরও অনেকে।
আপনার মূল্যবান মতামত দিন: