odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th October 2025, ২৬th October ২০২৫

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

odhikarpatra | প্রকাশিত: ১৭ November ২০২৪ ২১:২৭

odhikarpatra
প্রকাশিত: ১৭ November ২০২৪ ২১:২৭

ঢাকায় আজ এক আলোচনা সভায় বক্তারা আজীবন নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামী রাজনৈতিক নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

তারা বলেন, ভাসানী মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন এবং জনগণকে ভালোবাসতেন বলে কখনো কারো কাছে মাথা নত করেননি।

ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) তাঁর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এই আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় স্বাধীনতা পার্টির (জেএসপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, অধ্যাপক নুরুন নবী, শ্রমিক নেতা আবুল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা হুমায়ুন কবির প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি স্বপন কুমার সাহা। দলের মহাসচিব হামিদা খাতুন শেলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

খান মজলিস বলেন, এই সংকটময় সময়ে ভাসানীর মতো রাজনৈতিক নেতা জাতির নিদারুণ প্রয়োজন।

অনেক রাজনৈতিক সংকটে ভাসানী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তার অনুসারীদের ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন



আপনার মূল্যবান মতামত দিন: