ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

শ্রমিকের জীবন-জীবিকা ধ্বংসে আদালতকে ব্যবহার না করার আহ্বান ৫ দলের

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৪ ১৯:০৬

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৪ ১৯:০৬

৫ দলীয় বাম জোট এর সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর সাধারন সম্পাদক কমরেড বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান সোস্যালিস্ট, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি বীর মুক্তি যোদ্ধা সামছুল হক সরকার সংবাদপত্রে দেওয়া এক যুক্ত বিবৃতিতে প্যাডেল চালিত রিকশা মালিকের এক রীটের প্রেক্ষিতে ঢাকা মহানগরে ব্যাটারি রিকশা চলাচলে হাইকোর্ট এর দেওয়া নিষেধাজ্ঞা পুন:বিবেচনা করা ও মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।


নেতৃবৃন্দ বলেন, ঢাকা মহানগরে বর্তমানে প্রায় ৭/৮ লাখ ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক চলাচল করে। এই পরিবহন বন্ধ হলে প্রায় ১৫ লাখ মানুষ এক ধাক্কায় বেকার হয়ে পড়বে। উচ্চ দ্রব্যমূল্যের এই বাজারে চালক ও তাদের উপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জীবন—জীবিকা হুমকির মুখে পড়বে। ফলে এত মানুষকে বেকার করার এই ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে, দমন—নির্যাতনের পরিবর্তে সংগ্রাম পরিষদসহ আন্দোলনকারীদের সাথে বসে আলোচনা করে এই সমস্যার আশু সমাধান করার আহ্বান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ঢাকা মহানগরের প্রধান সড়কগুলোর বাইরে সাধারণ মানুষের বাহন বন্ধ হলে নগরজীবন জটিলতার মধ্যে পড়বে। আদালতকে ব্যবহার করে শ্রমিকের জীবন—জীবিকা ধ্বংস না করা ও   শ্রমিকদেরকে প্রতিপক্ষ না বানানোরও আহ্বান জানান। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী, শব্দ অদুষণকারী এ গাড়ির নীতিমালা চুড়ান্ত ও আধুনিকায়ন করে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান এবং গবেষণা করে কতটা যানবাহন চলতে পারে তা নির্ধারণ করে এই সমস্যার স্থায়ী সমাধানেরও আহ্বান জানান।

বার্তা প্রেরক,
[স্বাক্ষরিত]
হরিশ চন্দ্র রায়
ইনচার্জ, দপ্তর বিভাগ



আপনার মূল্যবান মতামত দিন: