odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

ক্ষুদ্র ব্যবসায়ী জালাল উদ্দীন হত্যা : শেখ হাসিনাসহ ১২৯ জনের নামে মামলা

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৪ ২২:৪২

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৪ ২২:৪২

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ক্ষুদ্র ব্যবসায়ী জালাল উদ্দীনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৯ নামে আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী মলি। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে মুগদা থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এ মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নুর তাপস, সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হক নওফেল, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সাঈদ খোকন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, আইন সম্পাদক কাজী নজীবুল্লাহ হিরু, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর এলাকায় গত ২০ জুলাই সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত ছাত্রজনতার সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, আওয়ামীলীগের সংঘর্ষ হয়। সন্ধ্যা ৭ টার দিকে ফুটপাতে খাবার বিক্রি করা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জালাল উদ্দীন

বাসস



আপনার মূল্যবান মতামত দিন: