ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

পেছন দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারাকারীরা প্রশাসনের ভেতর নাক গলায় : তথ্যমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ February ২০১৮ ২১:৩৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ February ২০১৮ ২১:৩৩

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা রাতের অন্ধকারে পেছন দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারা করে তারাই প্রশাসনের ভেতর নাক গলায়।

“ভয় নেই, বিএনপির সাথে প্রশাসন ও সশস্ত্র বাহিনী আছে...” বিএনপির নির্বাহী কমিটির সভায় খালেদা জিয়ার এই উক্তি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘‘প্রজাতন্ত্রের কর্মচারীরা প্রজাতন্ত্রের আইন অনুযায়ীই চলে, তারা রাজনীতির পক্ষেও থাকে না বিপক্ষেও থাকে না, সাংবিধানিকভাবে সশস্ত্র বাহিনীর সৈনিকদের কারো পক্ষে যাওয়ার সুযোগ নেই”।


হাসানুল হক ইনু আজ কুষ্টিয়া মিরপুর উপজেলা চত্বরে আয়োজিত এক নারী সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন।


ডিজিটাল আইন সংক্রান্ত আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ পর্যন্ত সংবিধান বিরোধী, বাক স্বাধীনতা বিরোধী কোন আইন এই সরকার করেনি সুতরাং এটা নিয়ে দুঃচিন্তার কোন কারণ নেই।


এ সময় কুষ্টিয়া ভেড়ামারা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল, জাতীয় নারী জোটের কেন্দ্রীয় নেত্রী আফরোজ হক রিনা, জাসদ সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী উপস্থিত ছিলেন।


পরে তিন্ উপজেলা নারী জোট আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: