odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 23rd December 2025, ২৩rd December ২০২৫

বাসস’র নেত্রকোনা প্রতিনিধি ফখরুল হকের ইন্তেকাল

odhikarpatra | প্রকাশিত: ৪ December ২০২৪ ১৮:০১

odhikarpatra
প্রকাশিত: ৪ December ২০২৪ ১৮:০১

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নেত্রকোনা প্রতিনিধি এম ফখরুল হক আজ ভোররাতে রাজধানীর ল্যাব এইড বিশেষায়িত হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে ফখরুলকে তাৎক্ষণিকভাবে নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার মরদেহ দাফনের জন্য নেত্রকোনায় নিয়ে যাওয়া হবে বলে সূত্র জানায়।



আপনার মূল্যবান মতামত দিন: