odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

বগুড়ায় তিনদিন ব্যাপি জেএমজি গাড়ির মেলা শুরু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ February ২০১৮ ১৯:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ February ২০১৮ ১৯:৩৭

বগুড়া প্রতিনিধিঃ এফ বি আর মটরস এর উদ্যোগে এবং র‍্যানকন অটোমোবাইলস লিমিটেড এর সার্বিক তত্ত্বাবধানে স্বনামধন্য ব্যান্ড জেমজি পিকআপ গাড়ির তিনদিন ব্যাপি মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে বগুড়া চারমাথা ভবের বাজারস্থ পুর্ব পালশা এলাকায় এ মেলার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা আ’লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন সিআইপি।

এ্ফ বিআর মটরস এর চেয়ারম্যান সৈয়দ জাকির আহম্মেদ রিটুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, শম্ভু অটো ফ্লাওয়ার মিলের সত্ত্বাধীকারী সুকুমার সাহা, রাহুল গ্র“প অফ ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক রঞ্জিত কুমার পালিত এবং র‌্যানকন অটোমোবাইলস লিঃ এর সহকারী ব্যবস্থাপক লতিফুর রহমান আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া জেলা পরিষদ সদস্য মাফুজুল ইসলাম রাজ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ কবির আহম্মেদ মিঠু, এফ বি আর মটরস এর মার্কেটিং পরিচালক আব্দুর রাজ্জাক বিদ্যুৎ এবং এফ বি আর মটরস এর ফাইন্যান্স অফিসার মোঃ ফারুক হোসেন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: