ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

ডিএমপি ও মার্কিন দূতাবাসের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা

odhikarpatra | প্রকাশিত: ১০ December ২০২৪ ১৯:৪২

odhikarpatra
প্রকাশিত: ১০ December ২০২৪ ১৯:৪২

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দলের সাক্ষাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্ট দূতাবাসের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের সাথে ঢাকার মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক চীফ এরিক গিলান’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লাকমোর, পলিটিক্যাল অফিসার হারমানোস্কি বার্নার্ড, ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনীর এবং নাবিল মাহমুদ সিনিয়র ছিলেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয় ছাড়াও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ, সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম’র মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা ও পেশাগত মানোন্নয়নে একে অপরকে সহযোগিতা প্রদানের বিষয়েও তাদের আলোচনা হয়



আপনার মূল্যবান মতামত দিন: