ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স ও ভূমি অফিসে দুদকের অভিযান

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২৪ ১৭:১৪

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২৪ ১৭:১৪

দুর্নীতি, অনিয়ম ও সেবা প্রদানে গ্রাহক হয়রানি রোধে তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ও ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান চালানো হয় বলে সংস্থার উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান।

তিনি জানান, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিষয়ে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। ছদ্মবেশে অভিযানকালে দলিল সার্চ, যাচাই ও নকল উত্তোলনে ঘুষ গ্রহণের সত্যতা পাওয়া যায়। দুদক টিম দুইজন নকলনবিশ এবং একজন দালালকে অতিরিক্ত অর্থসহ আটক করে জেলা রেজিস্ট্রারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়। অভিযানকালে ওই অফিসে দৃশ্যমান কোনো সিটিজেন চার্টার পাওয়া যায়নি। দলিল প্রতি নকল বাবদ সেবা ও সার্চিং সেবা বাবদ সংগৃহীত ফি ও ট্রেজারী চালানে পাঠানো টাকার বিষয়ে অসঙ্গতি রয়েছে মর্মে টিমের কাছে প্রতীয়মান হয়।

এ ছাড়াও রেকর্ডরুমের মত সংরক্ষিত স্থানে এখতিয়ার বহির্ভূত ব্যক্তিদের প্রবেশাধিকার ও দৈনিক হাজিরা ভিত্তিতে নিয়োগকৃতদের মাধ্যমে দলিল যাচাই করা হয় মর্মে টিমের কাছে পরিলক্ষিত হয়েছে। সেবা গ্রহণেচ্ছু গ্রাহকদের বক্তব্য অনুযায়ী ওই অফিসে নানাবিধ হয়রানি ও বিভিন্ন পর্যায়ে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দাবির সত্যতা পাওয়া যায়।

এ ছাড়া তেজগাঁও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ভূমি সেবা প্রদানে গ্রাহক হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম ছদ্মবেশে ওই অফিসের সার্বিক সেবাদান পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে সেবাপ্রার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়।

এ সময় গত জানুয়ারি মাসে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত ৬ জন দালালের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়েরকৃত মামলার তথ্য সংগ্রহ করে দুদক টিম।
দু’টি অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।



আপনার মূল্যবান মতামত দিন: