ঢাকা | Sunday, 19th October 2025, ১৯th October ২০২৫

শনিবার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অফ রেভ্যুলেশন’ কনসার্ট, যান চলাচলে নির্দেশনা ডিএমপির

odhikarpatra | প্রকাশিত: ১৮ December ২০২৪ ১৯:১১

odhikarpatra
প্রকাশিত: ১৮ December ২০২৪ ১৯:১১

আগামী ২১ ডিসেম্বর শনিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‌‌‌'স্পিরিটস অফ জুলাই' এবং স্কাইট্র্যাকার লিমিটেড এর আয়োজনে 'ইকোস অফ রেভ্যুলিউশন' কনসার্ট অনুষ্টিত হবে। এতে দেশের ব্যান্ডশিল্পীদের সাথে সঙ্গীত পরিবেশনা করবেন বিশ্বখ্যাত পাকিস্তানী সঙ্গীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, উক্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এলাকায় আগামী ২১ ডিসেম্বর শনিবার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিম্নোক্ত নির্দেশনাবলী অনুসরণের জন্য জনসাধারনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে স্টাফরোড রেল গেইট হতে নেভী হেডকোয়ার্টার্স ক্রসিং পর্যন্ত, টঙ্গি-উত্তরা থেকে গুলশান-বনানী- মহাখালীগামী যানবাহন চলাচল বিঘ্নিত হতে পারে বিধায় উল্লিখিত সময়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়।
দুপুর ২টা হতে রাত ১১টা পর্যন্ত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‌্যাম্প ব্যবহারকারীগণ টোল ব্যতীত এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন।

উত্তরা-এয়ারপোর্ট থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহনসমূহ রেডিসন হোটেলের পূর্বে ইউটার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন।
গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহনসমূহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ও কুড়িল র‌্যাম্প ব্যবহার করতে পারবেন।

এয়ারপোর্ট/উত্তরা/টঙ্গিগামী যানবাহনসমূহ বনানী র‌্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবেন। ইসিবি চত্বর থেকে বনানীগামী ফ্লাইওভারের লুপটি বন্ধ থাকবে। ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহন কুর্মিটোলা হাসপাতালের সামনের র‌্যাম্প ব্যবহার করে বনানীর দিকে যাতায়াত করতে পারবেন।

র‌্যাম্প ব্যবহারের ক্ষেত্রে মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল ব্যবহার করা যাবে না।

উল্লিখিত অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।



আপনার মূল্যবান মতামত দিন: