odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

দেশের বর্তমান পরিস্থিতির জন্য বিএনপিই দায়ী : নাসিম

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ February ২০১৮ ০২:০৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ February ২০১৮ ০২:০৬

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে সৃষ্ট বর্তমান পরিস্থিতির জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার দলই দায়ী।


আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়নতে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করে।


বিএনপির শাসনামলে জনগণ ন্যায়বিচার পায়নি দাবী করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি যদি ন্যায়বিচারের কথা বলেন, সেটা তামাশা ছাড়া কিছুই নয়। আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দায়ী।’


তিনি বলেন, সে সময়ে দেশে যে কোন একটি ঘটনা ঘটলে বিচারের নামে, তদন্তের নামে প্রহসন করা হত। সমস্ত আলামত মুছে ফেলে দেয়া হত, বিদেশিরা এসেও আলামত খুঁজে পেতনা।


বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে স্বাস্থামন্ত্রী বলেন, আপনি যখন ক্ষমতা ছিলেন কিবরিয়া ও মমতাজ হত্যার বিচার আপনি করেননি। আহসানউল্লাহ মাস্টারের বিচার করেন নি। সমস্ত হত্যাকান্ডের বিচারে আপনি বন্ধ করে দিয়েছেন।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: