ঢাকা | Thursday, 16th October 2025, ১৬th October ২০২৫

হিন্দু নারীকে ধর্ষণের দাবিটি মিথ্যা প্রমাণিত : রিউমার স্ক্যানার

odhikarpatra | প্রকাশিত: ২৮ December ২০২৪ ২১:৪৭

odhikarpatra
প্রকাশিত: ২৮ December ২০২৪ ২১:৪৭

তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার এক অনুসন্ধানে সামাজিক মাধ্যমের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে পুকুর বা খাল থেকে রাতে আহত অবস্থায় উঠে আসা এক নারীকে দেখানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও’তে দাবি করা হয় যে বাংলাদেশে মুসলিমরা একজন হিন্দু নারীকে ধর্ষণ ও নির্যাতন করেছে ।

শুক্রবার তদন্ত অনুসন্ধান শেষে শুক্রবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত সত্যতা যাচাই প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমরা নিশ্চিত করছি যে,  ভিডিওতে থাকা ওই নারী হিন্দু নন। তার নাম লাভলি আক্তার। তাছাড়া নারীকে ধর্ষণের দাবিও মিথ্যা। ভিডিওটি আসলে একটি পুকুর থেকে উঠে আসা একজন নারীর। তিনি ডাকাত দলের সাথে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। পালানোর চেষ্টা করার পর তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি রাতের বেলা পুকুর বা খাল থেকে উঠে আসা আহত এক নারীর একটি ভিডিওতে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বাংলাদেশে মুসলিমরা একজন হিন্দু নারীকে ধর্ষণ ও নির্যাতন করছে বলে দাবি করা হয়েছে।

এক্স (আগের টুইটার)-এ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, @ফারাজপারভেইজ৩ ক্যাপশনসহ একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি’র ক্যাপশনে লিখা ছিল, ‘নারায়ণগঞ্জের আড়াইহাজার গ্রামে একজন হিন্দু নারীকে নির্মমভাবে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে। এ সময় মুসলিমরা তাকে নিয়ে এভাবে হেনস্ত করলেও কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি।’

@পাকিস্তান আনটোল্ড নামের আরেকটি হ্যান্ডেল একই ভিডিও পোস্ট করে। এর ক্যাপশনে লেখা ছিল, ‘ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশে বাংলাদেশী হিন্দু নারীকে ধর্ষণ, নির্যাতন ও বিদ্রুপ করা হয়েছে।’ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এ ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এই ক্লু ব্যবহার করে রিউমার স্ক্যানার দল অনুসন্ধান করে আড়াইহাজার টাইমস নামের একটি ফেসবুক পেইজে ৫১-সেকেন্ডের একই ভিডিও ক্লিপ খুঁজে পায়।

ভিডিওটি’র একটি বাংলা ক্যাপশন ছিল। ফেসবুকের  অনুদিত ক্রাপশনটি এরূপ : ‘আড়াইহাজারে ডাকাতির সময় জনতার হাতে নারী ডাকাত আটক। আড়াইহাজারের কাহিন্দি এলাকায় দুই ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। জনতা একজনকে পিটিয়ে হত্যা করেছে এবং পুলিশ নারী ডাকাতকে আটক করে থানায় নিয়ে গেছে।’

এরপর আরো অনুসন্ধান চালিয়ে দলটি ঘটনার ব্যাপারে সময় নিউজের একটি প্রতিবেদনের অংশ পায়। ওই প্রতিবেদনে ভিডিওটি’র একটি স্ক্রিনগ্র্যাব অন্তর্ভুক্ত ছিল।

প্রতিবেদনে বলা হয়, ‘নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে বিল্লাল (৪৫) নামের এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে। লাভলী নামে ডাকাত দলের এক নারী সহযোগীকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দি গ্রামে এ ঘটনা ঘটে



আপনার মূল্যবান মতামত দিন: