odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 26th October 2025, ২৬th October ২০২৫

চিরতরে বিদায় নিলেন গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী "ঝর্ণা রায়"

odhikarpatra | প্রকাশিত: ৩০ December ২০২৪ ০১:৫২

odhikarpatra
প্রকাশিত: ৩০ December ২০২৪ ০১:৫২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী ঝর্ণা রায় (৭০) পরলোকগমন করেছেন। 

আজ রোববার বিকেল ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন গয়েশ্বর রায়ের পূত্রবধূ ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

নিপুণ রায় জানান, মৃত্যুকালে স্বামী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ঝর্ণা রায়। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন। 

ঝর্না রায়ের পরলোকগমণে তার পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান। 

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘ঝর্না রায়ের পরলোকগমণে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী’। 

তিনি বলেন, ‘একজন স্নেহশীল মাতা হিসেবে তিনি গভীর মাতৃস্নেহ ও কঠোর পরিশ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি তার রাজনীতিবিদ স্বামীকে রাজনৈতিক সকল কর্মকান্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন’।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি ঝর্না রায়ের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদন।



আপনার মূল্যবান মতামত দিন: