ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

জুলাই গণহত্যায় উস্কানিদাতা ৫ সাংবাদিকের জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ স্থগিত

odhikarpatra | প্রকাশিত: ৩০ December ২০২৪ ২২:০৭

odhikarpatra
প্রকাশিত: ৩০ December ২০২৪ ২২:০৭

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যার উস্কানিদাতা পাঁচজন সাংবাদিকের সদস্য পদ স্থগিত করেছে জাতীয় প্রেসক্লাব।

সদস্যপদ স্থগিত হওয়া পাঁচজন সিনিয়র সাংবাদিক হলেন, দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ জার্নাল’র সম্পাদক শাহজাহান সরদার, গ্লোবাল টেলিভিশনের সাবেক সিইও ও বতর্মানে ঢাকা জার্নালের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, দি সাউথ এশিয়ান টাইমস’র সম্পাদক ও প্রকাশক দীপক কুমার আচার্য ও অ্যানার্জি অ্যান্ড পাওয়ার’র সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন।

গত শুক্রবার প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ব্যবস্থাপনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচজন সাংবাদিকের সদস্য পদ স্থগিত বিষয়ে হাসান হাফিজ বলেন, প্রথমে স্থগিত করা হয়েছে। ধীরে-ধীরে বাতিল হয়ে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: