odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 30th October 2025, ৩০th October ২০২৫

টিম কম্বিনেশনের জন্য দলের বাইরে ছিলাম : রিশাদ

odhikarpatra | প্রকাশিত: ৮ January ২০২৫ ২০:২০

odhikarpatra
প্রকাশিত: ৮ January ২০২৫ ২০:২০


টি২০ ফর্মেটে সবচেয়ে সফল বোলার হিসেবে নিজেকে প্রমাণ করা সত্ত্বেও চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা পর্বে ফরচুন বরিশালের হয়ে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি রিশাদ হোসেন।

অবশেষে গতকাল সিলেটে খেলার সুযোগ পেয়েই স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। দেশসেরা লেগ স্পিনার রিশাদের এই পারফরমেন্সে বরিশাল ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে।

দুর্দান্ত এই পারফরমেন্সের পর রিশাদ বলেছেন, ‘আমি কোন ধরনের অস্বস্তিবোধ করিনি। কারণ আমি জানতাম টিম কম্বিনেশনের জন্য সেরা একাদশে সুযোগ হয়নি। দল আমার কাছ থেকে কি চায় সেজন্য আমি প্রস্তুত ছিলাম। সে কারণেই কোন ধরনের অস্বস্তিবোধ করিনি।’

গত বছর রিশাদ টি২০তে ৩৫ উইকেট দখল করেছেন যা এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশী কোন বোলারের জন্য সর্বোচ্চ। টি২০ বিশ্বকাপেও তিনি বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন।

অসাধারণ এই পারফরমেন্সের কারণে অস্ট্রেলিয়ান ঘরোয়া টি২০ টুর্নামেন্ট বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসে খেলার সুযোগ পান রিশাদ। বিশ্বের অন্যতম সেরা টি২০ টুর্নামেন্ট হিসেবে বিগ ব্যাশকে বিবেচনা করা হয়।

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। যদিও বিপিএল চলমান থাকায় বরিশালের পক্ষে খেলাকে প্রাধান্য দেয়ায় রিশাদের বিগ ব্যাশে খেলা হচ্ছেনা।

বিগ ব্যাশের পরিবর্তে বিপিএল’এ খেলাকে বেছে নেয়ায় আক্ষেপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেছেন, ‘এ ব্যপারে আমার কোন ধরনের আক্ষেপ নেই। বিগ ব্যাশ আমার ভাগ্যে নেই। আশা করছি আগামী বছর আবারো এই সুযোগ পাবো। এই মুহূর্তে বিপিএল’ই আমার কাছে অগ্রাধিকার পাবে এবং এখানে আমি ভাল খেলতে চাই।’



আপনার মূল্যবান মতামত দিন: