odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী সকল সুযোগ-সুবিধা দেয়া হবে : ওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ February ২০১৮ ১৫:০৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ February ২০১৮ ১৫:০৫

 সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে। 


তবে জেলখানা আর গুলশানের বাসভবন এক নয় বলে তিনি মন্তব্য করেন। 
মন্ত্রী আজ কক্সবাজার-টেকনাফ সড়কে শহিদ এটিএম জাফর আলম স্মরণে নির্মিত তোরণ উদ্বোধনকালে একথা বলেন।


কাদের বলেন, বিএনপি’কে ভাঙ্গার জন্য অন্য কারো প্রয়োজন নেই, বিএনপি’ই যথেষ্ট। 


এ সময় সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল, আবদুর রহমান বদি, আশিক উল্যাহ রফিকসহ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।


শহীদ এটিএম জাফর আলম স্মরণে আরাকান সড়কের প্রথম কিলোমিটারে তোরণটি নির্মাণ করে কক্সবাজার সড়ক বিভাগ। ১৯৭১ সালের ২৫ মার্চ প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ইকবাল হল তথা বর্তমানে জহরুল হক হলে পাকা-হানাদার বাহিনীর আক্রমন প্রতিহত করতে গিয়ে নির্মমভাবে শহিদ হন এটিএম জাফর আলম সিএসপি।


এ সময় কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: