ঢাকা | Friday, 17th October 2025, ১৭th October ২০২৫

চলতি অর্থবছরে নীলফামারী জেলায় ২২ হাজার নারী প্রশিক্ষণ ও ভাতা পেয়েছে

odhikarpatra | প্রকাশিত: ৩০ January ২০২৫ ২০:১৪

odhikarpatra
প্রকাশিত: ৩০ January ২০২৫ ২০:১৪

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মহিলাবিষয়ক অধিদপ্তর নীলফামারী জেলায় ২২ হাজার ২০২ জন নারীকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করেছে।

প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের মাঝে মোট চার কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ভাতা এবং সাত হাজার ১৫৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

নীলফামারী জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে মহিলাবিষয়ক অধিদপ্তর বিভিন্ন ট্রেডে এসব নারীকে প্রশিক্ষণ প্রদান করেছে। এখানে এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

মহিলাবিষয়ক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, সার্টিফিকেট ইন বিউটিফিকেশন, শো-পিচ অ্যান্ড হ্যান্ডিক্রাফট মেকিং, হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্কস ও বক্স মেকিং অ্যান্ড প্যাকেজিং বিষয়ে মোট তিনশ’ ২০ জন নারীকে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

নীলফামারী মহিলাবিষয়ক অধিদপ্তরের ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় আয় বৃদ্ধিমূলক ও দক্ষতা উন্নয়ন বিষয়ে ১৯ হাজার আটশ’ ৮২ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়াও ইনভেষ্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভলপেেমন্ট (আইসিভিজিডি) কর্মসূর অন্তর্ভূক্ত সমন্বিত মানব উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন, বাণিজ্য ভিত্তিক উন্নয়ন, হিসাব শিক্ষা, ভ্যালুচেইন ও বাজার সংযোগ স্থাপন, সামজিক আচরণ পরিবর্তন বিষয়ে দু’হাজার নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মহিলাবিষয়ক অধিদপ্তরের এসব প্রশিক্ষণ নারীদের জীবনমান উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করছে।



আপনার মূল্যবান মতামত দিন: