odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

তারুণ্যের উৎসব ২০২৫ বাগেরহাটে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ৩১ January ২০২৫ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ৩১ January ২০২৫ ২৩:৫২

বাগেরহাটে ‘তারুণ্যের উৎসব’ অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বালিকা বিভাগে কচুয়া এবং বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট সদর উপজেলা।

আজ বিকেলে বাগেরহাট স্টেডিয়ামে বালিকা বিভাগে মোংলা ও কচুয়া উপজেলার মধ্যকার ফাইনালে নির্ধারিত সময় ম্যাচের ফল নির্ধারিত না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে কচুয়া ৪-২ গোলে হারায় মোংলাকে।

বালক বিভাগে বাগেরহাট সদর উপজেলা ২-০ গোলে হারায় রামপাল উপজেলাকে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল হোসেন।

বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুবেল খান, খানজাহান আলী কলেজের অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখি, জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ হোসাইন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ আরও অনেকে



আপনার মূল্যবান মতামত দিন: