odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫
২০২৫ ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন পিএসজি, মাতভেই সাফোনভের জাদুতে প্রথম বৈশ্বিক শিরোপা। টাইব্রেকারে সাফোনভ ম্যাজিক চারটি পেনাল্টি ঠেকিয়ে পিএসজির জয়ের নায়ক রুশ গোলরক্ষক। এক বছরে ৬ শিরোপা। হেক্সা জয়ের অনন্য কীর্তি গড়ল লুইস এনরিকের পিএসজি।

ইতিহাস গড়ল পিএসজি: ট্রেবল জয়ের পর এবার বিশ্বজয়ের মুকুট

Special Correspondent | প্রকাশিত: ১৮ December ২০২৫ ২৩:২০

Special Correspondent
প্রকাশিত: ১৮ December ২০২৫ ২৩:২০

নিউজ ডেস্ক | অধিকারপত্র

ফরাসি ফুটবল জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ২০২৫ সালের স্বপ্নময় একটি বছরকে স্মরণীয় করে রাখল। লুইস এনরিকের দলে ইতিমধ্যেই ফরাসি সুপার কাপ, লিগ ওয়ান, ফরাসি কাপ ও প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতার আনন্দে ভরা। এবার বছরটির সমাপ্তিও এনে দিল প্রথম বৈশ্বিক শিরোপা ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। ম্যাচ শুরু থেকেই পিএসজির আধিপত্য স্পষ্ট ছিল, তবে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গো ত্যাগ করে কথা বলেনি। নির্ধারিত সময়ের ৩৮ মিনিটে কাভারাৎসখেলিয়ার গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। তবে ৫৯ মিনিটে মার্কিনিয়োসের ফাউল থেকে পেনাল্টিতে জর্জিনিয়ো সমতা ফিরিয়ে আনেন। অতিরিক্ত সময়ও কোনো পক্ষ গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে পিএসজির গোলরক্ষক মাতভেই সাফোনভ ছিলেন অপরাজেয়। তিনি চারটি শট রুখে দলের প্রথম বৈশ্বিক শিরোপা নিশ্চিত করেন। সাফোনভের বীরত্বে পিএসজি ২–১ গোলের ব্যবধানে টাইব্রেকার জিতল এবং বিশ্বসেরা ক্লাব হিসেবে বছরের সমাপ্তি করল। শিরোপা জয়ের পর পিএসজি তারকা ভিতিনিয়া বলেন, আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে মাঠে নামি। ফ্ল্যামেঙ্গো দুর্দান্ত, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। এই জয়ে আমরা সত্যিই আনন্দিত।

ইন্টারকন্টিনেন্টাল কাপ নতুন ফরম্যাটে ফিরে এসেছে যেখানে ছয়টি মহাদেশের চ্যাম্পিয়নরা অংশগ্রহণ করে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা সরাসরি ফাইনালে খেললেও অন্যান্যরা বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনালে আসে। ২০২৫ সালে পিএসজির কেবিনেটে যোগ হলো ষষ্ঠ ট্রফি, যা আগে ফরাসি সুপার কাপ, ফ্রেঞ্চ লিগ ওয়ান, ফরাসি কাপ, চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপ। এবার মাতভেই সাফোনভের বীরত্বপূর্ণ পারফরম্যান্স ক্লাবের প্রথম বৈশ্বিক শিরোপা নিশ্চিত করল।

--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র

 



আপনার মূল্যবান মতামত দিন: