ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

চট্টগ্রামে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দম্পতির মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১০ February ২০২৫ ২৩:৪৪

odhikarpatra
প্রকাশিত: ১০ February ২০২৫ ২৩:৪৪

চট্টগ্রাম নগরীর বলুয়ারদিঘী পশ্চিম পাড় এলাকায় আজ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ ভোর ৬টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয় স্বামী-স্ত্রী মো. ইলিয়াছ (৫০) ও পারভিন আক্তারের (৪৫)। এছাড়া দমবন্ধ হয়ে আহত মো. ফয়সাল (১৯), মো. সোহান (১৯) ও শাহীনা আক্তারকে (২৩) চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। মো. ইলিয়াছ পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মো. রফিক উদ্দিন আহমেদ জানান, হতাহতদের শরীর পুড়ে যায়নি। তবে ধোঁয়ায় তিনজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসা চলছে। এছাড়া দু'জনকে মৃত অবস্থায় আনা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের ঘটনায় সেমিপাকা বসতঘরের পাঁচটি কক্ষ পুড়ে গেছে। এসব কক্ষ থেকে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আগুনে মোট ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩৫ লাখ টাকার মালামাল।



আপনার মূল্যবান মতামত দিন: