ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

odhikarpatra | প্রকাশিত: ১৫ February ২০২৫ ১৩:৩৬

odhikarpatra
প্রকাশিত: ১৫ February ২০২৫ ১৩:৩৬


জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে যান ডিএনসিসি’র প্রশাসক মোহাম্মদ এজাজ।

শুক্রবার বিকেলে তিনি আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান।

এর আগে তিনি ডিএনসিসিতে নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের অন্তর্গত উত্তরখান এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগকে ৩টি স্থানে সীমানা নির্ধারণ ও উচ্ছেদ করে ১টি পার্ক, ১টি খেলার মাঠ ও ১টি কমিউনিটি কমপ্লেক্স নির্মাণের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, পার্কটি নির্মাণ হবে তেরমুখ ব্রিজের পাশে এবং কাঁচকুড়ার আমাইরা এলাকায় খেলার মাঠ ও একটি কমিউনিটি কমপ্লেক্স হবে।

শুক্রবার রাত ১০টায় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ পবিত্র শবে বরাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও শাহ আলী মাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও লাইট সচল আছে কিনা তা সরেজমিনে পরিদর্শন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: