ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

তারুণ্যের উৎসবে মঞ্চ মাতাবেন সঙ্গীত শিল্পী জেমস

odhikarpatra | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৪

তারুণ্যের উৎসব ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশব্যাপী উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫। তারুণ্যের উৎসব চলবে আগামী ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত। এই উৎসবের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে উদযাপিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’।

‘তারুণ্যের উৎসব-২০২৫’এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শেষে তরুণদের উজ্জীবিত করতে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস ও তার ব্যান্ড নগর বাউল এবং আর্টসেল।



আপনার মূল্যবান মতামত দিন: