odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

odhikarpatra | প্রকাশিত: ১৮ February ২০২৫ ০১:৪১

odhikarpatra
প্রকাশিত: ১৮ February ২০২৫ ০১:৪১

ইবি প্রতিনিধি 

ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) স্কুলের হলরুমে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো: জাকির হোসেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও আইআইইআর’র পরিচালক প্রফেসর ড. মো: ইকবাল হোসাইন।

এসময় উপাচার্য স্কুল শিক্ষকদের বিজ্ঞান, ইংরেজি ও ধর্ম-নৈতিকতা শিক্ষায় উৎসাহ দিতে বলেছেন। তিনি বলেছেন, শিশু কিশোরদের এগিয়ে নিতে তাদেরকে যথার্থ পথ দেখাতে হবে। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আদব-কায়দা শিক্ষার উপর জোর দেন। এসব কোমলমতি এসব শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের আচরণের উপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ভাল অভ্যাস ভাল আচরণ সৃষ্টি করে, আর ভাল আচরণ উৎকর্ষ নিশ্চিত করে।



আপনার মূল্যবান মতামত দিন: