ঢাকা | Saturday, 18th October 2025, ১৮th October ২০২৫

মোহাম্মদপুরে কোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই নারী গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ১৯ February ২০২৫ ২০:০৭

odhikarpatra
প্রকাশিত: ১৯ February ২০২৫ ২০:০৭

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে কোটি টাকা মূল্যের ১ কেজির অধিক হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে- সাবিনা আক্তার (২২) ও রিনা বেগম (৩৯)।

ডিবি-লালবাগ বিভাগ সূত্রে আজ জানা যায়, মঙ্গলবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন বছিলা সূচনা হাউজিংয়ের একটি ফ্ল্যাটে দুই নারী মাদক কারবারি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে সাবিনা ও রিনাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২৩০ গ্রাম হেরোইন, ১২ বান্ডেল ফয়েল পেপার, দু’টি ছোট ডিজিটাল পরিমাপক যন্ত্র, চার বান্ডেল পটেটো রিং চিপসের খালি প্যাকেট ও পাওয়ার কর্ডযুক্ত একটি প্লাস্টিক ফিল্ম সিলার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা ঢাকা শহরসহ বিভিন্ন জেলা শহরে হেরোইন সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত হেরোইন বিক্রি ও হস্তান্তরের উদ্দেশে তারা হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: