ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

মাতৃভাষা দিবসে পথশিশুদের নিয়ে ইবিতে সিআরসির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

odhikarpatra | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৩

odhikarpatra
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৩

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'কাম ফর রোড চাইল্ড' (সিআরসি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিআরসি পথশিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

শুক্রবার (২১ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন (সিআরসি) ইবি কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি ইবি শাখা সভাপতি মো. ইমদাদুল হক,সাধারণ সম্পাদক মশিউর রহমান,সিআরসি স্কুল পরিচালক সাইফুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা মহান ভাষা শহীদদের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। তারা চিত্রের মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা ফুটিয়ে তোলে। পরবর্তী সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনা ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, "শিশুদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরার জন্যই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও আমরা শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম চালিয়ে যাব।"

সংগঠনের সভাপতি মো. ইমদাদুল হক বলেন, "সিআরসি সবসময় পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছে। আমরা চাই তারা যেন শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারে। এই আয়োজনের মাধ্যমে আমরা শিশুদের সৃজনশীলতা বিকাশের সুযোগ করে দিয়েছি।"

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সবার জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সিআরসি সংগঠনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।



আপনার মূল্যবান মতামত দিন: