ঢাকা | বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

খিলগাঁওয়ে স’-মিলের আগুন নিয়ন্ত্রণে

odhikarpatra | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২১

odhikarpatra
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২১

রাজধানীর খিলগাঁওয়ে স’-মিলের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাত ৯ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে । আগুন স’-মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে । ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ে দুইতলা একটি স’-মিলে আগুন লাগার খবর আসে। প্রথমে ঘটনাস্থলে আমাদের দু’টি ইউনিট কাজ শুরু করেছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ৯ টি ইউনিট পাঠানো হয়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। এ বিষয়ে খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, তালতলা মার্কেটের পাশে স-মিলের সঙ্গে গাড়ির গ্যারেজে (ওয়ার্কশপ) আগুনের ঘটনা ঘটেছে। পরে বিকট আকারে কয়েকটি শব্দ হয়। ধারণা করা হচ্ছে— গ্যারেজে থাকা মালামাল ও যন্ত্রপাতি বিস্ফোরিত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: