odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 11th January 2026, ১১th January ২০২৬

আওয়ামী লীগের যৌথসভা আগামী রোববার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ February ২০১৮ ২০:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ February ২০১৮ ২০:০০

সাত মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষে আগামী রোববার দুপুর সাড়ে বারোটায় রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় সংলগ্ন প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।


আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানিয়ে বলা হয়, সভায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও রাজধানীর আশ-পাশের জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন।


এতে জানানো হয়, সভায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলার দলীয় জাতীয় সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: