ঢাকা | Friday, 17th October 2025, ১৭th October ২০২৫

৭২ ঘন্টার বিরতি না দিলে মাদ্রিদ আর খেলতে নামবে না : আনচেলত্তি

odhikarpatra | প্রকাশিত: ১৬ March ২০২৫ ২৩:২৯

odhikarpatra
প্রকাশিত: ১৬ March ২০২৫ ২৩:২৯

ম্যাচের মধ্যে অন্তত ৭২ ঘন্টার বিশ্রাম না থাকলে তার দল মাঠে নামবে না বলে হুমকি দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে এ্যাথলেটিকো মাদ্রিদকে পেনাল্টিতে পরাজিত করেছে। এরপর শনিবার ভিয়ারিয়ালকে ২-১ গোলে পরাজিত করে। 

মাদ্রিদ বস আনচেলত্তি বলেছেন, ‘আমি মনে করি এবারই শেষ। এরপর দুই ম্যাচের মধ্যে ৭২ ঘন্টার বিরতি না দিলে আমরা ম্যাচ বয়কট করবো। আমরা সময় পরিবর্তনের জন্য দুইবার লা লিগাকে অনুরোধ জানিয়েছি। কিন্তু তারা কোন সাড়া দেয়নি। এটাই শেষবার।’

বুধবার চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল-এ্যাথলেটিকো ম্যাচ শুরু হয় স্থানীয় সময় রাত ৯টায়। নির্ধারিত নব্বই মিনিটের পর খেলা চলে আরও ৩০ মিনিট। দুই ঘণ্টার খেলার সঙ্গে ছিল দুটি বিরতিও। এরপর ম্যাচ টাইব্রেকারে গড়ালে খেলা শেষ হতে হতে মধ্যরাত।

লা লিগায় রিয়ালের পরের ম্যাচটি শুরু হয় শনিবার স্থানীয় সময় সাড়ে ছয়টায়। অর্থাৎ ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে। এমন ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের ওপর চাপ বেশি পড়ে বলে প্রচন্ড বিরক্ত রিয়াল মাদ্রিদ। গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ক্লাবের টিভি চ্যানেলে বলা হয়, ব্যস্ত সূচি নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সহায়তা চাইবে রিয়াল মাদ্রিদ। যাতে এমন কিছু আবার না ঘটে।

খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষায় দুই ম্যাচের মধ্যে অন্তত ৭২ ঘন্টার বিশ্রাম দেবার সুপারিশ করেছে ফিফা



আপনার মূল্যবান মতামত দিন: