odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 9th December 2025, ৯th December ২০২৫

প্রথমবারের মতো ব্যবসা ও মানবাধিকার শীর্ষক স্প্রিং স্কুলের আয়োজন করছে ঢাবি

odhikarpatra | প্রকাশিত: ৮ April ২০২৫ ২৩:৩২

odhikarpatra
প্রকাশিত: ৮ April ২০২৫ ২৩:৩২

প্রথমবারের মত পাঁচ দিনব্যাপী ব্যবসা ও মানবাধিকার শীর্ষক স্প্রিং স্কুলের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মশালা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (সিবিপি) এই কর্মশালার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ব্যবসা ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ প্রদর্শনের ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য দায়িত্বশীল ব্যবসায়িক পরিবেশ থাকা প্রয়োজন। এ বিষয়ে শিল্পখাত সংশ্লিষ্টদের প্রশিক্ষণ জরুরি।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি সামগ্রিকভাবে দেশের কর্মক্ষেত্রে পরিবেশ উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো এই স্প্রিং স্কুলের আয়োজন করেছে। এই স্কুলের কার্যক্রমের সঙ্গে বিভিন্ন দাতা সহযোগী যুক্ত আছেন বলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা লাভের সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মশালাটিতে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি সংস্থার ৩০ জন পেশাজীবী অংশ নিচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন: