
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগের বিজয়ী করে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে পারলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে ‘একুশে ফেব্রুয়ারি শহীদদের অনুপ্রেরণায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়া, এ বি এম সুলতান আহেমদ, শ্রমিক নেতা ওসমান আলী, আলাউদ্দিন মিয়া, ব্যাংক শ্রমিক নেতা কামালউদ্দিন আহমদ, হাসান খসরু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আশিবুর রহমান খান, এডভোকেট আসাদুজ্জামান খান দুর্জয়, নারী নেত্রী সেলিনা খাতুন, বিআইডব্লিউটিসির সিবিএ সভাপতি মহসিন ভূইয়া এবং বিআইডব্লিউটিএর সিবিএ সভাপতি আবুল হোসেন।
শাজাহান খান মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার সন্তানদেরকে আগামী নির্বাচনে মূখ্য ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। অন্যথায় দেশ আবার পিছিয়ে যাবে। দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে হলে মুক্তিযুদ্ধের সরকারের কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।-খবর বাসসের
আপনার মূল্যবান মতামত দিন: