odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 3rd January 2026, ৩rd January ২০২৬

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির স্বার্থসংরক্ষণে সচেষ্ট হতে হবে

odhikarpatra | প্রকাশিত: ২২ April ২০২৫ ২৩:৪৯

odhikarpatra
প্রকাশিত: ২২ April ২০২৫ ২৩:৪৯

সিলেটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভায় বক্তারা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির স্বার্থ সংরক্ষণে সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন।

বক্তারা বলেন, ‘দেশের উন্নয়নের ধারায় অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে পারলে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ। সরকারি-বেসরকারি সম্মিলিত প্রয়াসে তাদের জীবনমান বদলে দিতে হবে। সচেতনতা ও মানবিকতার মাধ্যমে যোগাযোগ ও সামাজিকভাবে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে।’

মাতৃগর্ভে অথবা জন্মের পরপর শিশুর অটিজম হওয়ার সম্ভাবনা রোধ, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতি সমব্যথী হয়ে তাদের বৈচিত্র্যকে বরণ, শিক্ষা ও চিকিৎসা গ্রহণ এবং প্রতিভা বিকাশে সমাজসচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জেলার অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের যৌথ আয়োজনে আলোচনা সভা শেষে অটিজম আক্রান্ত শিশুসহ কয়েকজনকে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক ও ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর অনিক আহমেদ অপু প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: