
ইবি প্রতিনিধি:
গুচ্ছভু্ক্ত বিশ্ববিদ্যালয় সমূহের শুরু হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহায়তা করতে তৎপর বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা।
শুক্রবার (২৫ এপ্রিল) দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে একারের গুচ্ছ ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এবারে ইবি কেন্দ্রে অংশ নিয়েছে ১৩১০ জন শিক্ষার্থী। উপস্থিতর হার ৯৬.১৮ শতাংশ।
শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশে সহায়তা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা দেয়া এবং ভর্তি পরীক্ষার সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের সদস্যরা।
ইবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, "নবীন যে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছে তাদের কাছে ভবন গুলো অপরিচিত। অনেক জায়গা তারা চিনে না। আমরা তাদের ঠিকানা দিচ্ছি। প্রয়োজনে আমরা তাদের সেখানে পৌছিয়ে দিচ্ছি। কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদের স্বাস্থ্য সেবা দেয়ার চেষ্টা করছি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও দুইটি পরীক্ষার হল ভ্রমণ করেছি। এখনো পর্যন্ত কোনো অসংগতি দেখতে পাইনি। অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও সুন্দর ভাবে কাজ করছে।"
ইবি বিএনসিসির সিইউও মুকসিতুর রহমান মুগ্ধ বলেন, "বিএনসিসি সেনা ও নৌ শাখা নিরলসভাবে শিক্ষার্থীদের সহায়তায় ও ক্যাম্পাসের নিরাপত্তার কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় জন্য আমারা আলাদা আলাদা বুথ ও হেল্প ডেস্কের ব্যবস্থা করেছ। পরীক্ষাকে ঘীরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।"
মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
আপনার মূল্যবান মতামত দিন: