
বরাবরের মতো সোহরওয়ার্দী উদ্যানের আওয়ামীলীগ এর জনসভা ছিল যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন এর দখলে, ঐতিহাসিক ৭ ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ কে জাতিসংঘের ইউনেস্কো
ঐতিহাসিক প্রমান্য দলিল হিসাবে সংরক্ষিত হওয়ায়, বাংলাদেশ আওয়ামীলীগ বিশেষ ভাবে এবারের ৭ ই মার্চ পালন করার উদ্যোগ গ্রহণ করে।তারই পরিপ্রেক্ষিতে আওয়ামীলীগ এর বিভিন্ন আংগ সংগঠন গুলোর প্রস্ততি ছিল ব্যাপক, আর বাংলাদেশ আওয়ামীযুব লীগ ও ব্যাপক প্রস্তুতি গ্রহন করে, যুবলীগ এর চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর দিক নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি ইসমাইল চৈাধুরী সম্রাট,গতকাল রাত হতে তার কর্মীদের নিয়ে নিজে উপস্থিত থেকে ১১ হাজার নৌকো রেখে আসেন সোহরাওয়ার্দী উদ্যান এ সমাভেশস্থলে। সকাল ৯ টায় তার নেতা কর্মীদের সবাই কে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করার নির্দশ দেন এবং তিনি নিজে সকাল ৯ টায় প্রবেশ করেন সব কিছু তদারকি করেন, স্লোগান ধরেন কর্মীদের উতসাহিত করে উজ্জীবিত করেন, সমগ্র সোহরাওয়ার্দী উদ্যান লাল সবুজ এর সমারোহ ঘটে সবার হাতে নৈাকা ও জাতীয় পতাকা, সবুজ টুপি, সবুজ টি-শার্ট, লাল রুমাল এক অভিনব রুপ ধারন করে, আর যুবলীগ এর স্লোগান সমাবেসস্থলে মুখরিত হয় সারা সোহরাওয়ার্দী উদ্যানে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশাল জনসমুদ্রে।আর এজন্য ফেসবুক এর মাধ্যমে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিনের অতীতের ন্যায় সরব উপস্থিতির জন্য মহানগরের নেতৃবৃন্দ ও সকল ওয়ার্ডের সভাপতি/ সাধারন সম্পাদকসহ তৃনমূলের সকল কর্মীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট।

কর্মীরাই আমার মূল প্রেরণা তারাই আমার মুলশক্তি,
তাদের ভালোবাসা ই আমার জিবনি,
আপনার মূল্যবান মতামত দিন: