ঢাকা | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ইবিতে ছাত্রশিবির উদ্যোগে বিজ্ঞান উৎসব

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫ ০১:৪৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫ ০১:৪৯

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ইসমাইল আল জাযারি' বিজ্ঞান উৎসব-২০২৫।

ইবি ছাত্র শিবিরের ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আগামী ১৯ থেকে ২০ মে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় এ উৎসব অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান উৎসবে প্রতিযোগিতা সমূহের মধ্যে রয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী ও রুবিক্স কিউব প্রতিযোগিতা। প্রতিযোগিতায় লক্ষাধিক টাকার পুরস্কার থাকবে পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারী জন্য থাকবে সার্টিফিকেটের ব্যবস্থা। আগামী ১৬ মে পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় সীমা নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আলী বলেন, " একটি জ্ঞানের উৎসব, সৃজনশীলতার অনুরণন। বিজ্ঞানমনস্কতা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিস্তারই আমাদের মূল লক্ষ্য।
এই উৎসবে থাকছে প্রজেক্ট প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, প্রোগ্রামিং কনটেস্ট ও তিনটি ক্যাটাগরিতে বিজ্ঞান অলিম্পিয়াড। আমরা বিশ্বাস করি নতুন প্রজন্ম শুধু পাঠে নয়, চিন্তায়-মননে ও প্রযুক্তিতে হবে নেতৃত্বের যোগ্য।এই আয়োজন তাদেরই জন্য, যারা স্বপ্ন দেখে, গড়ে তোলে, দেশকে এগিয়ে নিতে চায়।শিবির বরাবরই মেধা, নৈতিকতা ও নেতৃত্বের সংমিশ্রণে শিক্ষার্থীদের গড়ে তুলতে সচেষ্ট।
এই আয়োজন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি প্রগতিশীল, শিক্ষাবান্ধব ও সর্বজনীন উদ্যোগ যা চিন্তার স্বাধীনতা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।"

উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি বিজ্ঞান উৎসবের অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ে বইমেলা, ও রমজানের ছুটি থাকায় পরবর্তীতে বিজ্ঞান উৎসবের সময় পিছিয়ে আনা হয়।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: