odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ডিএনএ দিবস উদযাপন

odhikarpatra | প্রকাশিত: ৪ May ২০২৫ ১৯:০২

odhikarpatra
প্রকাশিত: ৪ May ২০২৫ ১৯:০২

ইবি প্রতিনিধি:

"বৈজ্ঞানিক অগ্রগতি উদযাপন" প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আমেরিকান স্যোসাইটি অব মাইক্রোবায়োলজি স্টুডেন্টস চ্যাপ্টার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক ডিএনএ দিবস ২০২৫ পালিত হয়েছে। রবিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী দিবসটি উদযাপন করা হয়।

দিনব্যাপী কর্মসূচি শুরু বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে সকাল ১০টায় কুইজ প্রতিযোগিতা এবং ১১টায় র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা ডিএনএ সম্পর্কিত বিভিন্ন জ্ঞানগর্ভ বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন।

ডিএনএ দিবস উপলক্ষে গতকাল শনিবার ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষর্থীরা ফেসবুকে লাইফ সাইন্স ও বিজ্ঞান বিষয়ক Memes ( কার্টুন) তৈরির প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২০০ জন বিজ্ঞানমনস্ক শিক্ষর্থীরা এই প্রোগ্রামে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে। এদের মধ্যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিকস, ফলিত খাদ্য ও পুষ্টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দুপুর ১২টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। এতে সকল বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ.কে.এম নাজমুল হুদা এবং ASM ( American Society for Microbiology) এর কান্ট্রি এম্বাসাডর ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মিন্নাতুল করিম।

এসময় সকল বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: