odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 28th October 2025, ২৮th October ২০২৫

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে সোপর্দ শিক্ষার্থীদের

odhikarpatra | প্রকাশিত: ৪ May ২০২৫ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ৪ May ২০২৫ ২৩:৫৪

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নেত্রী ইসরাত জাহান কাকনকে কলেজ ক্যাম্পাস থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।


আজ রোববার দুপুরে তাকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে নগরীর চকবাজার থানা পুলিশের একটি টিম ক্যাম্পাসে এসে তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ ইসরাত জাহান কাকন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র রাজনীতি বিরোধী সে বিভিন্ন সময় উসকানি দিচ্ছিল বলে অভিযোগ করেন কলেজ শিক্ষার্থীরা।

এ বিষয়ে চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘মহসিন কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের খবরে থানা থেকে পুলিশের একটি টিম গিয়ে ইসরাত জাহান কাকন নামে একজনকে হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা এবং ঘটনার সত্যতা নিয়ে আমরা বিষয়টি তদন্ত করছি।



আপনার মূল্যবান মতামত দিন: