odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ 

odhikarpatra | প্রকাশিত: ৭ May ২০২৫ ১৯:৫৮

odhikarpatra
প্রকাশিত: ৭ May ২০২৫ ১৯:৫৮

নগরীর বাকলিয়ায় আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। 

বুধবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- মো. সরোয়ার উদ্দিন (৩৫), মো. মারুফ হোসেন প্রকাশ মানিক (৩৩) ও মো. জামাল উদ্দিন (৩৯)। 

মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি তারা। পরে তাদের তিনজনকে আটক করা হয়।

তিনি জানান, আটকরা জিজ্ঞাসাবাদের জানিয়েছে, তারা পরস্পর যোগসাজসে বিক্রির জন্য আগ্নেয়াস্ত্রটি হেফাজতে রাখে। তারা আগ্নেয়াস্ত্রটি বিক্রি করার জন্য অপেক্ষা করছিলো বলে জানায়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: